গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ঐতিহ্যগতভাবেই সারা দেশে কাঁঠালের রাজধানী হিসেবে পরিচিত। এবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা জাতীয় ফল মেলায় ৩২ কেজি ওজনের কাঁঠাল থাকায় ব্যাপক চমক সৃষ্টি হয়েছে।
রোববার (২২ জুন) শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীপুর কর্তৃক আয়োজিত দিনব্যাপী জাতীয় ফল মেলায় আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু, জাম ও পেয়ারার সমাহার হয়। মেলায় অন্যান্য ফলের সঙ্গে ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল আনা হয়। পাশাপাশি ৩০ কেজি ওজনের আরেকটি কাঁঠালও নজর কেড়েছে।
দেশজুড়ে খ্যাতি ছড়িয়ে রয়েছে গাজীপুরের কাঁঠালের। বিশেষ করে স্বাদে ও গুণে শ্রীপুর উপজেলার কাঁঠাল উল্লেখযোগ্য। এবার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা জাতীয় ফলের মেলায় ৩২ কেজি ওজনের একটি কাঁঠাল দর্শনার্থীদের নজর কেড়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল মৃধা বাড়ির গাছ থেকে ৩২ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া শ্রীপুর পৌরসভার অপর এক কৃষকের গাছ থেকে ৩০ কেজি ওজনের কাঁঠাল সংগ্রহ করা হয়।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয়েছে জাতীয় ফল মেলা। মেলায় দেশীয় ফলের প্রদর্শনী করা হয়েছে। পুষ্টির চাহিদা পূরণে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের শ্রীপুর কাঁঠালের জন্য বিখ্যাত।
এখানে বিভিন্ন প্রজাতির, বিভিন্ন স্বাদের এবং কাঁঠালের মিষ্টতা অনেক বেশি। মেলায় প্রদর্শন করা হয়েছে ৩২ কেজি ওজনের কাঁঠাল, যা আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। আমরা চেষ্টা করছি শ্রীপুর তথা গাজীপুরের কাঁঠালের ঐতিহ্য ধরে রাখতে। প্রতিবছর শুধু শ্রীপুরের কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।
কেকে/এএস