চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে বাসচাপায় মো. রাজু (২৫) নামের এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২২ জুন) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো কড়ই বাগান এলাকার ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন বলেন, নিহত রাজু দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার সাইদুল হকের ছেলে। পেশায় তিনি চালক। ওই সড়কে তিনি নিয়মিত মোটর সাইকেল ভাড়ায় চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে মোটরবাইকে করে নিজ বাড়ি হেঁয়াকো ফিরছিলেন রাজু। পথে উপজেলার দাঁতমারার কড়ই বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়িগামী ইকোনো বাস সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। মুচড়ে পড়ে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু ঘটে।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম