বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) দুপুর ১২টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন দিলার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মো. মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, অ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আজিজুর রহমান লিটনসহ বিএনপির হাজারো নেতাকর্মী।
কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শিগগিরই উপজেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাই এর মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফরিদপুরের উপজেলাগুলোর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
কেকে/এএস