বর্ণিল আয়োজনে নীলফামারীতে শুরু হয়েছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
শুক্রবার (২০ জুন) বিকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে আটটি দল নিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ক্রীড়াঙ্গণকে সমৃদ্ধ করতে এ আয়োজন প্রভাব ফেলবে। আগামীতেও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। আজকের এ টুর্নামেন্টের মধ্যদিয়ে যার যাত্রা শুরু হলো।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ঘিরে এ টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা প্রশাসন। টুর্নামেন্টে ছয় উপজেলা ছাড়াও নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা মিলে আটটি দল অংশ নিচ্ছে। ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ৩০ জুন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে ৫০হাজার এবং রানার আপ দল প্রাইজ মানি হিসেবে পাবে ৩০হাজার টাকা। উৎসব মুখর এবং দর্শক মাতানোর জন্য প্রত্যেক দল জেলার বাহিরে থেকে দেশী ও বিদেশী মিলে ৩জন খেলোয়ার নিতে পারবে।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে জেলা শহরের নৃত্যালয়ের শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়,
নীলফামারী সেনাক্যাম্পের লে. নাফি আবরার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও
প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ
সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী
পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনার রশিদ পাটোয়ারী,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক,
জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম উপস্থিত
ছিলেন।
এছাড়াও ছিলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নীলফামারীর মাদক বিরোধী র্যালি।
উদ্বোধনী খেলায় নীলফামারী পৌরসভা ও ডিমলা উপজেলা দল প্রতিদ্বন্ধিতা করে।