জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে আবু সাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ জুন) বেলা ১২ টায় নিলাখিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আবু সাঈদ নিলাখিয়া ইউনিয়নের দিক পাড়া গ্রামের সাদা মিয়ার ছেলে। সে নিলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে অন্যান্য শিশুদের নিয়ে বাড়ির পাশে ক্রিকেট খেলছিলেন সাঈদ। এসময় একটি বিষাক্ত সাপ সাঈদকে ছোবল দেয়। রক্ত বের হলে বাড়িতে গিয়ে জানায় সে।
বাড়ির লোকজন সাঈদকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এন্টিভেনম না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে দুপুর ১২ টার দিকে মারা যান শিশু আবু সাঈদ। এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাঈদের পরিবারে৷
নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেকে/ এমএস