কুষ্টিয়ার মিরপুরে গাদা থেকে খড় নামাতে গিয়ে সাপের কামড়ে জহিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) ভােরে উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জহিনা বেগম একই গ্রামের আব্দুল মালিথার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ধান সিদ্ধ করার জন্য বাড়ির আঙিনায় রাখা গাদা থেকে খড় নামাতে যায় জহিনা। এ সময় তার ডান হাতে কুলিম সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি বাড়ির সদস্যদের বিষয়টি জানান।
এ সময় পারিবারের লোকজন সাপটিকে মেরে ফেলেন। জহিনা অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসতে দেরি করায় মৃত্যু হয়েছে।
কেকে/এএম