মাদক মুক্ত সমাজ গঠন, সামাজিক অবক্ষয় দূর, সুন্দর পরিবেশ গঠন, সুন্দর সমাজ গঠন, সমাজে যুবসমাজ সুন্দর পরিবেশে গড়ে উঠতে পারার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা— এমন মন্তব্য করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাহার উদ্দিন।
বুধবার (১২ জুন) বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির হিসেবে খেলা উদ্বোধন করেন ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিস্মার্ট হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, মোহাম্মদ রাসেল, হাবিবুর রহমান কিরণ, আব্দুল মান্নান, আরাফাত হোসেন ও মো. ইউসুফ।
টুর্নামেন্টের ৩২টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টটি সম্পূর্ণ নক আউট সিস্টেমে পরিচালিত হচ্ছে। উদ্বোধনী খেলায় আসলাম একাদশ বনাম সাতরং সাত্রাপাড়া একাদশের মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সম্পূর্ন সময় গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে আসলাম একাদশ (৪-৩) গোলে জয় লাভ করে।
টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন জামাল হোসেন মানিক। অতিথিরা ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার মোহাম্মদ জাকির হোসেন ফুয়াদের হাতে তুলে দেন।
কেকে/এজে