ঈদ মানেই এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের দাপট। ঈদের দিন ‘তাণ্ডব’ মুক্তি পেতেই প্রায় প্রতিটি শো যেমন হাউসফুল, তেমন দর্শকদের প্রতিক্রিয়াও দেখার মতো। শাকিব তো বটেই, জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও সিয়াম আহমেদও করেছেন বাজিমাত। তাই সব মিলিয়ে এবারের ঈদে তাণ্ডব ছিল দর্শকদের আগ্রহের তুঙ্গে। যার প্রতিফলন দেখা যাচ্ছে প্রেক্ষাগৃহে।
তাণ্ডব মুক্তির প্রথমদিনেই পেছনে ফেলেছে ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত সিনেমা দরদকে। মুক্তির প্রথমদিন সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন তাণ্ডবের দখলে। শুধু মাল্টিপ্লেক্সের আয় দিয়ে বাংলা সিনেমাটি নতুন ইতিহাস গড়ল।
গত বছর মুক্তি প্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। অন্যদিকে ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৩৬ লাখ ৭৪ হাজার।
পরিচালক রায়হান রাফী নিজের ফেসবুকে আয়ের কার্ডটি শেয়ার করেছেন। যেখানে দাবি করা হয়, বাংলা চলচ্চিত্র ইতিহাসে ছবি মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল তাণ্ডব।
দৈনিক শো-এর ক্ষেত্রে সংখ্যা বাড়ছে তাণ্ডবের। সেইসঙ্গে বাড়ছে আয়ের ঝুলি। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে স্টারসিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে।
রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
কেকে/এএম