সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      
দেশজুড়ে
যুবসমাজের উদ্যেগে দীর্ঘ সমস্যার সমাধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ২:২৫ পিএম আপডেট: ০৮.০৬.২০২৫ ৩:৪৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

গত কয়েক বছরের দীর্ঘ জলাবদ্ধতার সাময়িক সমাধানে হাত বাড়িয়েছে আড়াইবাড়িয়া যুবসমাজ।

রোববার (৮ জুন)  সকালে চলাচলের রাস্তার জলাবদ্ধতা নিরসনে সড়কের সংস্কার আরম্ভ করে যুবকরা।

তথ্য বলছে, ২০১৯/২০ অর্থ বছরে এল জি এস পি-৩ এর প্রকল্প অনুযায়ী তিন ধাপে প্রায় এক কিলোমিটার গ্রামীন সড়কের মাটির রাস্তায় ইঁটের সলিং করা হয়। নির্মানের কিছুদিন পরেই বৃষ্টির পানি আটকে ১০ মিটার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের এক ঘেয়োমির কারনে এই জটিলতা চলে আসছিলো বছরের পর বছর ধরে। স্থানীয় সরকার কর্তৃক একটু উদারতা দেখালেই যেখানে এই সমস্যাটি সমাধান সম্ভব হতো সেখানে উদ্যোগ নিয়েছেন এলাকার যুব সমাজ।

তার’ই ধারাবাহিকতায় আজ সকাল থেকে নিজেদের অর্থায়ন ও সেচ্ছা শ্রমের মাধ্যমে এই রাস্তাটি উঁচু করার কাজ আরম্ভ করাহয়। তবে এই কর্মযগ্যে সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদী সুফল আসবেনা। এই উদ্বেগে যুক্ত রয়েছে আড়াইবাড়িয়া ও ফকিরবাড়ি গ্রামের শতাধিক উঠতি যুবক।

এ বিষয়ে কর্মযগ্যের উদ্দোক্তা মো. বোরহান উদ্দিন ফকির বলেন, মাত্র কয়েক মিটার রাস্তার জলাবদ্ধতা বিষিয়ে তুলেছে কয়েক হাজার মানুষের জনচলাচল। আমরা অনেকবার তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে এই পয়নিস্কাশনে ব্যর্থ হয়েছি, এখানকার কেউ পানি যাওয়ার রাস্তা দিতে রাজি নন। বাধ্য হয়ে আমরা এই রাস্তাটি নিজ উদ্যোগে উঁচু করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে সকাল থেকে আমাদের এই কর্মযগ্য বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে স্কুল শিক্ষক মো শামীম বলেন, সমস্যা পূর্ণ জায়টি পরিমানে অল্প হলেও ভুগান্তিটা অনেক, তাই আমরা যুবকরা বিকল্প উপায়ে সমাধানের পথ তৈরি করছি। যথাযত কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে বিষয়টি স্থায়ী সমাধান হতো বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলা ৬ নং মানকোন ইউপির ৫ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. সিরাজুল ইসলাম ফকির বলেন, এই সমস্যাটি দীর্ঘদিনের, সমস্যা পূর্ণ জায়গার আশপাশের বাসিন্দাদের সহানুভূতিপূর্ণ আচরণ হতে পারে এটার স্থায়ী সমাধান। তারা নিজেরা জায়গার ব্যবস্থা করলে আমরা জনপ্রতিনিধিরা ড্রেনেজ নির্মাণের কাজ করতে পারব বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে ৬ নং মানকুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম তারার মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি কল রিসিভ করেননি, পরে উনাকে খুদেবার্তা পাঠালেও তিনি এর কোন উত্তর দেননি।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিশ্ব ব্যর্থতা দিবস আজ
সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
বাগেরহাটে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত

সর্বাধিক পঠিত

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close