সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খেলাধুলা
ফাইনাল আজ, নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৪:৩৩ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আইপিএলের ফাইনাল আজ। আজ যারা আইপিএলের ফাইনালে খেলবে তাদের নাম নেই সেই ট্রফিতে। বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নতুন একটি চ্যাম্পিয়ন দল পেতে যাচ্ছে।

মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল।

মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। পৃথক চারটি আসরে দুই দল ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা ছোঁয়া হয়নি কারো। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।

আইপিএলের শুরু থেকে এখন পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া যে দুজন ক্রিকেটার রয়েছেন তাদের একজন বিরাট কোহলি। শুরু থেকে আছেন বেঙ্গালুরুতে। আগের সতের আসরে তিনবার ফাইনাল খেলেছিলেন বিরাট। ক্যারিয়ারের সায়াহ্নে প্রায় চলেই এসেছেন। এবার কী তার শিরোপা ছোঁয়া হবে সেটাই বিরাট প্রশ্নের।

পাঞ্জাব কিংসকে ঘিরে ক্রিকেটপ্রেমিদের বাড়তি আকর্ষণ বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কারণে। দলটির শুরু থেকে মালিকানায় আছেন তিনি। নানা উত্থান পতনের পরও দলটির সঙ্গে জড়িয়ে আছেন প্রীতি। এবার কী তার মুখে হাসি ফুটবে। নাকি আরো একবার ফাইনালের মঞ্চ থেকে বিষন্ন মন ও ভাঙা হৃদয় নিয়ে ফিরতে হবে তাকে।
উত্তরটা জানা যাবে আজ রাতেই।

পয়েন্ট টেবিলেও শীর্ষ দুই স্থানে ছিল এই দুই দল। উভয়েই ১৪ ম্যাচে ৯টি করে জয়, ৪টি করে হার ও একটি করে পরিত্যক্ত ম্যাচ নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল। তাদের নেট রানরেটেও ছিল সামান্য পার্থক্য।  ফাইনালের উত্তেজনা, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং গ্যালারির গর্জন, কোহলি-শ্রেয়সের দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

আজকের ফাইনাল ও একটি কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। যদিও পরে সেটি সরিয়ে দেওয়া হয় আহমেদাবাদে। বলা হয়েছিল, বৃষ্টির পূর্বাভাসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ম্যাচে বৃষ্টি হলে কী হবে, কী নিয়ম রয়েছে, তা নিয়ে কৌতুহল রয়েছে। আবহাওয়া রিপোর্ট বলছে, ৩ জুন আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। যদি বৃষ্টির কারণে ম্যাচ শুরু না হয় কিংবা খেলা শেষ করা না যায়, তবে ফাইনাল বাতিল হবে না। ৪ জুন একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। যদি রিজার্ভ দিনেও কোনো খেলা সম্ভব না হয়, তাহলে লিগ টেবিলে যে দলটি ভাল জায়গায় ছিল তাকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি। বেঙ্গালুরু বা পাঞ্জাবের আজ শিরোপা গেরো ছুটবে। কার মুখে ফুটবে হাসি? কে উচিঁয়ে ধরবে শিরোপা?

কেমন হতে পারে ফাইনালে দু-দলের কম্বিনেশন?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/টিম ডেভিড, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সূয়াশ শর্মা

পঞ্জাব কিংস: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল/হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  আইপিএল   নতুন চ্যাম্পিয়ন   রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু   পাঞ্জাব কিংস  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close