রাজবাড়ীর পাংশায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ।
মঙ্গলবার (৩ জুন) পাংশা সাব রেজিস্ট্রার অফিস চত্বরে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় ৩৬০ জন নারী পুরুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২ কেজি চাউল, আধা কেজি ডাউল, ১টি লাক্স সাবান ও ২৫ গ্রাম কিশমিশ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. কুদ্দুস আলী মন্ডল, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/এএস