শনিবার, ২ আগস্ট ২০২৫,
১৮ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

শনিবার, ২ আগস্ট ২০২৫
শিরোনাম: চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে      গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ১১ ইউনিট      ৫ আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ : তথ্য উপদেষ্টা      
দেশজুড়ে
মৌলভীবাজারে বন্যার শঙ্কা
জুড়ী নদীর পানি বিপৎসীমা ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
কমলগঞ্জে ঝুঁকিতে প্রতিরক্ষা বাঁধ
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৮:০৫ পিএম

কয়েকদিনের টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী নদী ও কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অব্যাহত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শনিবার (৩১ মে) দুপুরে জুড়ী নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার এবং শুক্রবার কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে কমলগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের অন্তত ৫ থেকে ৬টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বন্যার আশঙ্কায় রয়েছেন জুড়ী ও কমলগঞ্জের স্থানীয় বাসিন্দারা।

এ ছাড়া বড়লেখা উপজেলার হাকালুকি হাওর পারের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেবে।

এদিকে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিকালে মৌলভীবাজার সদর উপজেলার স্থানীয়রা জানিয়েছেন, মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডসহ বিভিন্ন সড়ক ও শহরের কয়েকটি বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শনিবার বিকাল ৩টায় মনু নদের রেলওয়ে ব্রিজে পানি ২০২ সেন্টিমিটার, মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার, ধলাই নদী রেলওয়ে ব্রিজে পানি ২৫০ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১২৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, জেলার মনু নদ, ধলই নদী ও জুড়ী নদীসহ কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়েছে।

কমলগঞ্জ থানা সংলগ্ন পুরাতন ধলাই সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টির ফলে উজানে পাহাড়ি এলাকায় পানি বেড়ে যাওয়ায় ধলাই নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। ইসলামপুর ইউনিয়নের কুরমা এলাকা দিয়ে প্রবাহিত হয়ে মাধবপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, পৌরসভা, মুন্সিবাজার ও রহিমপুর ইউনিয়নসহ ৫৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধলাই নদী মিলিত হয়েছে মনু নদীর সঙ্গে। নদীটি আঁকাবাঁকা প্রবাহিত হওয়ায় আরো কয়েকটি স্থানে বাঁধে চাপের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও বাঁধ ভেঙে গিয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। ফলে কৃষিজমি ও বসতঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারা আশঙ্কা করছেন, এবারও যদি পানি বাড়তে থাকে এবং ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যায়, তাহলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক মো. রাসেল মিয়া জানান, উজানে ভারী বৃষ্টির ফলে শুক্রবার রাত থেকে ধলাই নদীর পানি বেড়েছে। তবে এখন তা বিপদসীমার নিচেই রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডিএম সাদিল আল সাফিন বলেন, পানি দ্রুতগতিতে বাড়তে থাকে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিকভাবে পানি পরিস্থিতির ওপর নজর রাখছে।

জানা যায়, গত বছর বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলায় মনু ও ধলাই নদ-নদীর পৃথক পৃথক জায়গায় একাধিক ভাঙন দেখা দেয়। এই ভাঙন দিয়ে লোকালয়ে পানি প্রবেশের কারণে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও ফিশারি। গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয় বন্যাকবলিতদের। গবাদিপশু নিয়েও বিপাকে পড়তে হয় তাদের।

এ ছাড়া গত বছর মনু ও ধলাই নদ-নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করার আগেই চলতি মৌসুমে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ পড়েছেন দুশ্চিন্তায়।

এ ব্যাপারে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, তিন দিনের অব্যাহত টানা বর্ষণ ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে জেলার মনু নদ, ধলই নদী ও জুড়ী নদীসহ কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বেড়েছে। জুড়ী নদীর পানি বিপৎসীমার ১০২ সেন্টিমিটার ওপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। তবে আমরা সার্বক্ষণিক নজর রাখছি।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাংশায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৪
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ডিআইইউতে সেমিনার
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
বিএনপি ক্ষমতার রাজনীতি করে না: চন্দন

সর্বাধিক পঠিত

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন গ্রেফতার
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র
শালিখায় বাড়ছে পাটকাঠির কদর

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close