শুক্রবার, ২২ আগস্ট ২০২৫,
৭ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
শিরোনাম: ফের পিএস বিতর্কে আসিফ      ভাগ পেতেন ডিসি-এসপিরাও      রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই      ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল      সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      
দেশজুড়ে
মরহুম আনোয়ারুল আজিমের স্মরণ সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন সোহেল, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৬:২৮ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কৃর্তীমানের মৃত্যু নেই— উক্তিটি বই পুস্তকে শোভা পেলেও এমন কৃর্তীমান মহাপুরুষ চাটখিলের কৃতি সন্তান মরহুম আনোয়ারুল আজীম। যিনি একাধারে দুইটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং একটি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তিনি মানুষ গড়ার কারগেরের পাশাপাশি ছিলেন একজন সফল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া পেষকার বাড়ীর মৃত মনছুর আহমেদ ও রুপবানু দম্পতির মেঝ ছেলে মরহুম আনোয়ারুল আজিম। 

বুধবার (২৮মে) সন্ধ্যায় কড়িহাটি হাই স্কুল এক্স স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঢাকার আগারগাঁও ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল কবির রুমি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমের সহধর্মিনী সিংবাহুড়া গার্লস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতাকালীন প্রধান শিক্ষিকা নাদেরা হায়দার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাম্বাসেডর নাসিমা হায়দার, মরহুমের কনিষ্ঠ পুত্র সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল নাসের, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর গোলাম কিবরিয়া খান কায়কোবাদ, ফেমাস ইউনিক ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক, ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিস্টাল ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেড ডেইরা দুবাইয়ের পরিচালক নুর মোহাম্মদ ভূঁইয়া। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক জাফর সাদেক, কৃতজ্ঞতায় সদস্য সচিব আবু হানিফ, স্মরণপত্র পাঠ করেন, স্থপতি সামিয়া সারমিন বিভা এবং সার্বিক প্রতিবেদন উপস্থাপনা করেন সংগঠনের সহসভাপতি মাস্টার সাখাওয়াত হোসেন ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অ্যাসোসিয়েশনের নবীন প্রবীণরা স্মৃতিচারন করেন।

সভায় আরো স্মৃতি স্মরণ করে উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন কড়িহাটি হাই স্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন, সাবেক প্রধান শিক্ষক বাবু চন্দ্রদোয় মজুমদার, সিংবাহুরা গার্লস একাডেমির সাবেক প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার আচার্য, তালতলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, কড়িহাটি হাইস্কুলে গভর্নিং কমিটির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বেলাল প্রমূখ।

সভায় ১০ শয্যার মাতৃসদন হাসপাতাল প্রতিষ্ঠা ও পরিচালনা করার ঘোষণা দেন ম্যানিলা কেমিক্যাল কোম্পানির লিমিটেডের চেয়ারম্যান, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সংগঠনের সহসভাপতি দেলোয়ার হোসেন। সংগঠনের নিজস্ব জায়গায় নার্সিংহোম ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও পরিচালনা করার ঘোষণা প্রদান করেন, অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিহেলথ স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পরিচালক বাহার উদ্দিন।

তৎকালীন বৃটিশ পিরিয়ডে পরিবারের সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ায় তিনি হয়েছেন রত্নগর্ভা মায়ের সুযোগ্য সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেও শহরের বিলাশী জীবনযাপন না করে, চলে এলেন নিজ এলাকয় কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।

আলোচনা সভার শুরুতে মরহুমে বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা, তার পরিবার, দেশ ও জাতীর কল্যানে দোয়া মোনাজাত করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাখাওয়াত হোসেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফের পিএস বিতর্কে আসিফ
ভাগ পেতেন ডিসি-এসপিরাও
রাজস্ব খাতের নেতৃত্ব দেবেন অভিজ্ঞরাই
কুমিল্লায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ শিক্ষক চাকরিচ্যুত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close