জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (৩০মে) শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ১০টায় শোক র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
র্যালিতে এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফি আলমসহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে প্রতিটি ইউনিয়নে বিএনপির আয়োজনে শাহাদাতবার্ষিকী পালন করা হয়।
কেকে/এএস