চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এ বছর কুরবানিতে ৩৮ হাজার ৫৯টি পশুর চাহিদা রয়েছে বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে। তন্মধ্যে এ পর্যন্ত প্রস্তুত রয়েছে গরু ২৫ হাজার ৬টি, মহিষ ১ হাজার ১শত ৭০টি, ছাগল ১২ হাজার ৮ শত ৩৩টি এবং ভেড়া ৫ শত ৫৩টি। সর্বমোট প্রস্তুত রয়েছে ৪০ হাজার ৬২টি।
অতিরিক্ত প্রস্তুত আছে ২ হাজার ৩টি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ জানান, অত্র উপজেলায় ৪ শত ৪০ জন খামারিকে স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদ গরু পুষ্টকরণ প্রক্রিয়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ৯৮টি গরুর খামার পরিদর্শন করে খামারিদের মূল্যবান পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞানসম্মত ও লাভবান খামার ব্যবস্থাপনা বজায় রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন স্থানে ৪৮টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া কুরবানির পশুর মাংস যেন ভোক্তাদের জন্য নিরাপদ থাকে তার জন্য প্রশাসনের কড়া নজরদারি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, কুরবানির পশুর হাটে সুস্থ পশু ক্রয়-বিক্রয় নিশ্চিত করার জন্য মোবাইল ভেটেরিনারি সেবা চালু থকবে এবং জরুরি বিষয়ে যোগাযোগ করার জন্য তার দপ্তরের কন্ট্রোলরুম খোলা থাকবে।
কেকে/এএস