সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ বাংলাভাষী নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (২৭ মে) রাতের কোনো একসময়ে তাদের পুশইন করা হয়।
পরে তাদের আটক করেছে বিজিবি। বর্তমানে তারা কুশখালী এলাকায় বিজিবি হেফাজতে রয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলছেন।
বিজিবির একটি দায়িত্বশীল সূত্র এতথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী সময়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
কেকে/এএস