লালমনিরহাট আদিতমারী উপজেলায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক তথ্য পিআইবি, রংপুরের আয়োজনে, রংপুর আঞ্চলিক অফিসের তথ্য অফিসার মো. ফরহাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার।
মূল প্রবন্ধ পাঠ করেন সহকারী তথ্য অফিসার রংপুর আঞ্চলিক অফিস আয়েশা সিদ্দিকা। মতবিনিময় সভায় সহকারী তথ্য অফিসার রংপুর আঞ্চলিক অফিস রুপাল মিয়া, তথ্য সহকারী অর্জন ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএস