জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের রাতের ভোট দস্যুদের করা সকল অবৈধ নির্বাচন বাতিল ঘোষণা করতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে। আমি বলতে চাই, আপনাদের মনে যদি এখনো ভয় থাকে তাহলে আপনারা স্বাধীন না।
সোমবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় ফটিকছড়ির বিবিরহাট বাস স্টেশন চত্বরে আয়োজিত পথ সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা চাই এ সরকার পাচার হওয়া সব টাকাগুলো পুনরুদ্ধার করুক এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করা হোক।
চট্টগ্রাম উত্তর জেলার এনসিপি নেতা একরামুল হকের সঞ্চালনায় পথ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, সংগঠনের যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আরমান হোসাইন, সংগঠক আজিজুর রহমান রিজভী প্রমুখ।
কেকে/এএম