নীলফামারীর কিশোরগঞ্জে তিন দিনব্যাপি ভূমি মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে জনসচেতনতামূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ মে) বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। পরে জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াত আমির আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি ফেরদৌস আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোতালেব হোসেন, চাঁদখানা উপসহাকারী ভূমি কর্মকর্তা রেজাউল হক, সেবা গ্রহীতা ওবায়দুর রহমান প্রমুখ।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপি এ ভূমি মেলা চলবে।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, কোনো ভূমিসেবা গ্রহণকারীকে আর অফিসমুখী হতে হবে না। তবে অধিকার বিষয় সচেতন, কী পদ্ধতি ও কীভাবে সেবা ঘরে বসে নিতে পারবেন সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
কেকে/এএম