‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ।
এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালেক, সিঙ্গাইর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, সিঙ্গাইর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা, সেবা গ্রহীতা মাহফুজুর রহমান ভূঁইয়া, রমজান আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
এদিন আলোচনা সভায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন কর হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
কেকে/এএম