কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ পুনর্বাসন করার চেষ্টার অভিযোগে আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ৩টা মুরাদনগর উপজেলা সদর এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি মুরাদনগর উপজেলা বিএনপি কার্যালয় শুরু হয়ে। প্রদক্ষিণ করে সদরের প্রধান প্রধান সড়কগুলো। পরে আল্লাহ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা তার।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টে স্বৈরাচার সরকারের পতন হলেও মুরাদনগরে তার দোসররা এখন অবাধ বিচরণ করছে। প্রথম কিছুদিন এলাকায় না থাকলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তার বাবার সঙ্গে সমঝোতা করে আওয়ামী দোসররা এখন মুরাদনগরে বিচরণ করেছে। সারা বাংলাদেশে স্বৈরাচারের দোসররা গ্রেফতার হলেও মুরাদনগরে গ্রেফতার হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।
বক্তারা আরো বলেন, আসিফ মাহমুদের ইশারায় আমাদের নামে দেওয়া হচ্ছে মিথ্যা মামলা। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের হোতা উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করে আরো বলতে চাই পুলিশ প্রশাসনের নীরবতায় মুরাদনগরে সর্বত্র পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ ড্রেজার ব্যবসায়ী, মাদক কারবারিদের বিচরণ ও সন্ত্রাসী কার্যক্রমের পায়তারা করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানাই। যদি তা না হয় আমরা কঠোর আন্দোলনে ঘোষণা করব।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপি নেতা দুলাল দেবনাথ, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সি, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম নাইম।
কেকে/এএম