চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি মসজিদের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের গণইর গ্রামে কারিতাস অফিসের পাশে ওয়াক্তিয়া জামে মসজিদের ভেতরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহটি স্থানীয় জনসাধারণ ও ইউপি সদস্যদের সহায়তায় উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় মুসল্লিরা বলেন, ফজরের নামাজের সময় ওই ব্যক্তিকে ময়লা কাপড় পরে মসজিদের বাইরে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃতদেহ মসজিদের ভেতরে পাওয়া যায়।
মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
কেকে/এএম