রোববার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১৯ অক্টোবর ২০২৫
শিরোনাম: শিক্ষকদের থালা-বাটি হাতে ‘ভূখা মিছিল’ আজ      যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান      ষড়যন্ত্রে দগ্ধ দেশ      কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভয়াবহ আগুন      শাহজালালে ফ্লাইট চলাচল শুরু      আর্জেন্টিনা দলের আঞ্চলিক স্পন্সর হলো ওয়ালটন      সৌদির ফ্লাইট সিলেটে, ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ      
খেলাধুলা
ন্যাশভিলের বিপক্ষে মেসির হ্যাটট্রিক, প্লে-অফে মায়ামি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৯:৩২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজর সকার লিগে (এমএলএস) ক্যারিয়ারে ৬০তম হ্যাটট্রিকপূর্ণ করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে ভর করে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এর মধ্য দিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে।

এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ রোববার (১৯ অক্টোবর) একই দিনেই পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। এ ছাড়া ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন। তার চেয়ে ৫ গোলে পিছিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ ভোরে শুরু হয় ম্যাচটি। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে মেসির কাছ থেকে। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন তিনি। এগিয়ে যায় মায়ামি। বিরতির আগেই (৪৩ মিনিট) সারিজের গোলে সেটি শোধ করে ফেলে ন্যাশভিলে। এমনকি যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তারা লিড পায়, এবার স্কোরশিটে নাম তোলেন জ্যাকব শ্যাফেলবার্গ। ম্যাচে ফিরতে ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। প্রতিপক্ষ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পেয়ে যায়, ঠাণ্ডা মাথায় আলতো করে নেওয়া স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন।

মিনিট পাঁচেক পরই ফের লিড নেয় মায়ামি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলটি করেন বালতাসার রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কয়েকজনের মাঝখান থেকে নিচু শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করেছেন। ৪-২ গোলে জয়ের পথেই ছিল মায়ামি। তবে তাতেই তারা সন্তুষ্ট নয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়ার গোল। ৫-২ ব্যবধানে বড় জয়ে শীর্ষ তিনে থাকা নিশ্চিত করে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি। যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৯ গোল-অ্যাসিস্ট তার সামনে আছেন কার্লোস ভেলা (২০১৯)। এ ছাড়া এমএলএসের নিয়মিত এক মৌসুম শেষে মেসির চেয়ে বেশি গোলের রেকর্ড আছেন ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচের (৩০)।

এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির। সমান পয়েন্ট পেলেও দুইয়ে এফসি সিনসিনাতি। এক পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের সঙ্গেই খেলবে মায়ামি।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  মেসির হ্যাটট্রিক   ইনটার মায়ামি   লিওনেল মেসি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাভারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
একেএম আনোয়ারুল ওয়ারেছের মৃত্যুতে নীলসাগর গ্রুপের শোক
বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
২১ ঘণ্টা পরও বিমানবন্দরের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে
হলুদ শাড়িতে উত্তাপ ছড়ালেন জয়া আহসান

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে মৌসুমি পাখির কাছে বিএনপির ঘাঁটি ছেড়ে দেয়া হবে না
বাঞ্ছারামপুরে স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের
শ্রীমঙ্গলে বেড়েছে চুরি-ছিনতাই, আতঙ্কে বাসিন্দারা
ভোট টানতে বিশেষ কৌশলে জামায়াত
কাউনিয়ায় শাশুড়িকে ধর্ষণের অভিযোগে জামাইয়ের বিরুদ্ধে মামলা

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close