বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লুৎফর বাজার এলাকায় এ বৈঠকের আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মোহাম্মদ আইয়ুব খান বলেন, আগামীতে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।
বিএনপি নেতা আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, আব্বাসউদ্দিন পাপ্পু, মোস্তফা সরদার, শহিদুল ইসলাম শহিদ; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক; সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেমুর রহমান চন্দন; সহ-দপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম; সাবেক কোষাধ্যক্ষ তাজুল ইসলাম; ক্রিয়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পলাশ; তথ্য ও গবেষণা সম্পাদক এসএম ফরিদ; ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমির আলী পিন্টু; যুবদল নেতা শরিফ সিকদার।
আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর, সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকন, সাভার পৌর ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি লায়ন সাকিল, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আখিরুজ্জামান শশি ও সৈয়দ সাইফুল ইসলাম, সাভার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন জয়, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা জহুরুল ইসলাম জহির, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনসুর মুন্না এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
কেকে/ আরআই