নাটোরের লালপুরে ইলিশ সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বিকল্প আয়বর্ধক কর্মসূচির (এআইজিএ) আওতায় জেলেদের মাঝে উপকরণ সহায়তা হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে লালপুর, ইশ্বরদী, বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ৪টি ইউনিয়নের ৩২ জন নিবন্ধিত জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান, উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
কেকে/এএস