সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, তারা অর্থ আত্মসাৎ করেছে, তারা আত্মসাতের রাজনীতি করেছে। এইটা আমরা করতে চাই না, আমরা দিতে জানি, আমরা দেশের মানুষের জন্য কিছু করতে চাই। জনগণের যে কোনো বিপদে সব সময় আমরা পাশে থাকি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার দুর্নীতির মাধ্যমে চিকিৎসা সেবাসহ সব সেক্টরকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আহ্বান আপনারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি নির্বাচন হয়, তবে বিএনপি বিপুল ভোটে সরকার গঠন করবে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে নীলফামারীর ডোমার জেলা পরিষদ ডাক বাংলো মাঠে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টার ন্যাশনাল (ডিসিআই) রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)র আয়োজনে চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন)। এ ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল।
মরিয়ম আই হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানজার মো. জাকির হোসেন বলেন, বিভিন্ন দৃষ্টি সমস্যার জন্য ১ হাজার মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৬০০ জনকে ফ্রি চশমা, ৫ শত জনকে মেডিসিন ও ১ শত জনকে চোখের সার্জারি প্রদান করা হচ্ছে। ছানি রোগীদের ২১ ও ২৩ মে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরে অপারেশন করানো হবে বলেও তিনি জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন চৌধুরী (তুহিন) বলেন, ডোমার-ডিমলার কোনো মানুষ যাতে অন্ধত্ব না থাকে, সে প্রতিজ্ঞা নিচ্ছি। ডোমার-ডিমলা নীলফামারীর মানুষের অন্ধত্ব দূর করব, ইনশাল্লাহ। ডোমার দিয়ে শুরু করছি, ডিমলাও ক্যাম্প করব। যতটুকু মানুষের পক্ষে সম্ভব সেটা করব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা। এটা মহৎ উদ্যোগ। আমরা চাই না বিগত ফ্যাসিস্ট সময়ে যেগুলো হয়েছে,তার পুনরাবৃত্তি ঘটুক। ফ্যাসিস্টরা মানুষের কাছ থেকে শুধু নিতে চাইতো। তারা সাধারণ মানুষসহ সরকারি কোষাগার পর্যন্ত অর্থ আত্মসাৎ করেছে।
তারা লুটপাটের রাজনীতি করেছে। আমরা দেশের মানুষের সেবায় কাজ করতে চাই। দেশের যেকোনো সমস্যায় বিএনপি সাধারণ মানুষের পাশে থাকবে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় এ সময় তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু,সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন, পৌর সভাপতি আনিছুর রহমান আনু ও সম্পাদক মোজাফ্ফর আলী উপস্থিত ছিলেন।
কেকে/এএস