অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা একটিভলি কনসিডার করছে সরকার। একটি কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। বাজেটে ওয়ার্ক আউট করে দেখি; কখন থেকে, কতো দিতে পারবো। মহার্ঘ ভাতা নিয়ে দ্বিধা হওয়ার কারণ নেই। এটি সরকার বিবেচনা করবে।
কেকে/এআর