পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বিকট শব্দে একটি সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে।
মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর-তাহেরপুর গ্রামের লক্ষীর খালের ওপর নির্মিত এই সেতুটি ধসে পড়ে।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় ১৫টি গ্রামের কয়েক হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রায় পাঁচ বছর আগে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন করে নির্মাণের উদ্যোগ নেয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুটির দুরবস্থার কারণে স্কুলগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী ও কৃষকসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, ভেঙে যাওয়া সেতুটি ছাড়াও উপজেলার আরও পাঁচটি ঝুঁকিপূর্ণ সেতুর তালিকা তৈরি করা হয়েছে। এগুলো দ্রুত পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হবে।
কেকে/এএম