গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর গ্রামে নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিয়েছে এক মাদকাসক্ত যুবক।
মঙ্গলবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।
ভুক্তভোগী বাবা ফালান উল্লাহ নুরউদ্দিন জানান, তার ছেলে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। স্থানীয় কিছু বখাটে যুবকের সঙ্গে মিশে সে নেশার জগতে ঢুকে পড়ে। বারবার মাদক ছাড়ানোর চেষ্টা করেও পরিবার ব্যর্থ হয়। রিহ্যাবে পাঠানো হয়, এমনকি তাবলিগ জামাতেও নেওয়া হয় তাকে, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
সম্প্রতি নাজমুল বাবাকে জমি বিক্রি করে টাকা দিতে চাপ দেয়। টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার সকালে বসতঘরে আগুন লাগিয়ে দেয় সে। আগুনে বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ফালান উল্লাহ জানান, আমি এখন ভীত ও অসহায়। ছেলের এমন ভয়ংকর আচরণে পরিবারে আতঙ্ক বিরাজ করছে। তিনি জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন এবং ছেলের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং নাজমুলকে আটক করা হয়েছে। ভুক্তভোগী বাবা থানায় অভিযোগ দিয়েছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
কেকে/এএম