কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ব্রাহ্মণচর নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
মঙ্গলবার (২০ মে) বিকালে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে পুরো মাঠ হাঁটুসমান পানিতে তলিয়ে যায়।
জলাবদ্ধতা কয়েকদিন পর্যন্ত স্থায়ী থাকায় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌঁছাতে হয় পানি ভেঙে। এতে তারা পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নেই বিদ্যালয়টিতে।
স্থানীয় ইউনানি চিকিৎসক আশরাফ কামাল বলেন, বৃষ্টি হলেই মাঠে হাঁটুসমান পানি জমে—এটা এখন নিয়মিত চিত্র। শিশুরা এই পানি মাড়িয়ে ক্লাসে যেতে বাধ্য হয়। এতে সহজেই তারা সর্দি-জ্বরসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এখনই সমস্যাটির স্থায়ী সমাধান দরকার।
অভিযোগ রয়েছে, বিদ্যালয় মাঠে ড্রেনেজ না থাকায় প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখে পড়ে ছাত্রছাত্রীরা। অব্যাহত এই অব্যবস্থাপনায় অভিভাবকরাও উদ্বিগ্ন।
বিষয়টি জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন খোলা কাগজকে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে লিখিতভাবে জানালে আমি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
কেকে/এএম