মঙ্গলবার, ২০ মে ২০২৫,
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম: ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির      আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক      আগামী বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা হবে: অর্থ উপদেষ্টা      ৪৪ আওয়ামী দোসর আমলারাদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য      অবশেষে গাজায় প্রবেশ করল ত্রাণবাহী ৫ ট্রাক      সংগীতশিল্পী নোবেল গ্রেফতার      পাকিস্তানি সেনার সঙ্গে ভারতীয় সংগঠনের সংঘর্ষ, নিহত ১৪       
গ্রামবাংলা
সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ
মুহাজিরুল ইসলাম রাহাত, সিলেট
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উজানের ঢলে সিলেটের নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে প্লাবন দেখা দিয়েছে। স্থানীয় লোকজন জানান, জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এতে জাফলংয়ের জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় প্লাবন দেখা দিয়েছে।

নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। এরই মধ্যে জাফলংয়ে সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এতে বিভাগের সবকটি নদ-নদীর পানি বাড়ছে, তবে এখনো নদীগুলোর পানি বিপদসীমার নিচে অবস্থান করছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে, আজ (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত তার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে ২১৬ মিলিমিটার, গোয়াইনঘাটের জাফলংয়ে ১৩৬ মিলিমিটার, সিলেট শহরে ৯২ মিলিমিটার, সুনামগঞ্জ শহরে ১৬৫ এবং সুনামগঞ্জের তাহিরপুরের লাউড়ের গড়ে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই সময়ে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৩০ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩৭ সেন্টিমিটার, সুনামগঞ্জের ছাতক পয়েন্টে ৩৬ সেন্টিমিটার ও সুনামগঞ্জ শহর পয়েন্টে ৪৪ সেন্টিমিটার বেড়েছে।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলশীদ পয়েন্টে ২৪ সেন্টিমিটার, বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ৪১ সেন্টিমিটার ও মৌলভীবাজারের শেরপুরে ৪২ সেন্টিমিটার বেড়েছে।

মনু নদীর পানি মৌলভীবাজার পয়েন্টে ২২ সেন্টিমিটার, পিয়াইন নদীর পানি জাফলং পয়েন্টে ১০২ সেন্টিমিটার, সারিগোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে ৮৯ সেন্টিমিটার এবং গোয়াইনঘাট পয়েন্টে ৬০ সেন্টিমিটার বেড়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী তিনদিন সুরমা-কুশিয়ারাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিলেটের আকাশে এখনো প্রবল মেঘ জমে আছে এবং বৃষ্টিপাত আরো কিছুদিন অব্যাহত থাকবে। এর ফলে নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ইসি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত, শৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা বরদাশত করা হবে না
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে
বিএনপি যুগোপযোগী উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবে: ওবায়দুর রহমান চন্দন

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ভবন পরিদর্শনে উপজেলা প্রশাসন
মতলবে মোটরসাইকেল না পেয়ে কিশোরের আত্মহত্যা
চা-শ্রমিকের রক্তে ভেজা দিন
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে : ইঞ্জিনিয়ার শাহরিন
চাটমোহরে ৫টি গরু চুরি আতঙ্কে কৃষক

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close