শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর আলম সাইফুল খান নির্বাচিত হয়েছেন।
রোববার (১৮ মে) শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. রেজাউল কবির দিপু ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আল আমিন সম্রাট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. নূর আলম সাইফুল খানকে নির্বাচিত করার বিষয়ে জানানো হয়।
এ সময় নবনির্বাচিত শহিদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর আলম সাইফুল খান ‘দৈনিক খোলা কাগজের’ মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
কেকে/এএস