মঙ্গলবার, ২০ মে ২০২৫,
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

মঙ্গলবার, ২০ মে ২০২৫
শিরোনাম: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাহারাদার বিএনপি: সালাহউদ্দিন      কাশিমপুর মহিলা কারাগারে নুসরাত ফারিয়া      বিএনপি গায়ের জোরে নগর ভবনে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ      ৫৪ বছরে নদীর ক্ষতি এক-দেড় বছরে সমাধান সম্ভব না: সৈয়দা রিজওয়ানা      সপ্তম বাংলাদেশি হিসেবে শাকিলের এভারেস্ট জয়      নগরভবন ব্লকেড, গুলিস্তানে যান চলাচল বন্ধ      নুসরাত ফারিয়াকে নিয়ে সংস্কৃতি উপদেষ্টার মন্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্র উপদেষ্টা      
গ্রামবাংলা
গর্জনিয়া পশুর হাট বন্ধ, ব্যবসায়ীদের মাথায় হাত
মিথুন বড়ুয়া, রামু (কক্সবাজার)
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামুতে আলোচিত গর্জনিয়া বাজারের পশুর হাট বন্ধ রেখেছে প্রশাসন। এ ঘটনায় প্রান্তিক খামারি, ব্যবসায়ী ও ক্রেতা সাধারনের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সচেতন মহলের অভিযোগ প্রশাসনের এরকম সিদ্ধান্ত নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। এটি মূলত সরকারের বিশাল অংকের রাজস্ব বেহাত করে অভ্যন্তরীণ স্বার্থকে প্রাধান্য দেওয়ার শামিল। একইসঙ্গে পশু বাজার বন্ধ হলে অঞ্চলের প্রান্তিক খামারি-ব্যবসায়ীরা অবর্ননীয় ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি কৃষিজপণ্য বাজারজাতকরণেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

সরজমিনে পরিদর্শনে দেখা যায়- গরু, মহিষ ও ছাগলে পরিপূর্ণ থাকা বাজার এখন পশু শুন্য। কয়েকদিন আগেও যেখানে শতশত গরুর হাঁকডাক, বেচাকেনা আর মানুষের ভিড়ে মুখর ছিল গোটা এলাকা, আজ সেখানে নিরবতা। ফাঁকা মাঠ, খালি বাঁশের ঘের, একটি গরুর চিহ্ন নেই।

জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের অন্তর্গত গর্জনিয়া বাজার রামু অন্যতম শষ্য ভান্ডার হিসেবে পরিচিত। মিয়ানমারের সীমান্তবর্তী হওয়ায় এ বাজারে গুরত্ব বহুগুনে বেড়ে যায়। কচ্ছপিয়ার পাশাপাশি এ বাজারকে ঘিরে গর্জনিয়া, ঈদগড়, কাউয়ারকোপ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রান্তিক কৃষক, পশু খামারি ব্যবসায়ীদের দৈনন্দিন ব্যবসায়ীক কার্যক্রমসহ এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায় গর্জনিয়া বাজারের ভূমিকা অনস্বীকার্য। এ রকম প্রেক্ষাপটে গর্জনিয়া পশু বাজার বন্ধ বা স্থগিতের সিদ্ধান্ত পক্ষপাতমূলক।

তথ্য বলছে, চলতি ২০২৫ অর্থবছরে রামুর গর্জনিয়া বাজারের ইজারা মুল্য এক লাফে ১০ গুন বেড়ে ২৬ কোটিতে দাড়ায়। যা পুরো দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়। পরবর্তীতে আইনি জটিলতায় এ বাজারের ইজারা স্থগিত হলে প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে হাসিল আদায় করছে।

দীর্ঘদিন যাবৎ গরুর খামার করে আসছেন তিতার পাড়া গ্রামের মো. বেলাল উদ্দিন ও ফাক্রিকাটা গ্রামের জসিম উদ্দিন। তারা জানান, কোরবানের ঈদকে সামনে রেখে কিছুটা লাভের আশায় তারা ব্যবসায়ীকভাবে গরু পালন করে আসছেন। তাদের মত আরো অনেক খামারি ঋণ নিয়ে গরু পালন করছেন। এসব খামারে বিক্রি উপযোগী পশু রয়েছে দুই হাজারেও বেশি। গরু বিক্রি করেই ঋণ পরিশোধ করতে হবে তাদেরকে। কিন্তু আকষ্মিক গর্জনিয়া বাজার বন্ধ করার কারণে বিপাকে পড়েছেন খামারিরা। এ পরিস্থিতিতে চলমান থাকলে খামারিদের পথে বসা ছাড়া অন্য কোন উপায় থাকবে না বলে জানান।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন ও আবদুল্লাহ জানান, জন্মলগ্ন থেকে গর্জনিয়া বাজারে পশু ব্যবসা চালিয়ে আসছেন তারা। এখানেই তাদের জীবন জীবিকা নিহিত। এ অবস্থায় প্রশাসন পশুর বাজার বন্ধ করে দিলে পরিবার পরিজন নিয়ে অনাহারে মরতে হবে তাদেরকে।

গর্জনিয়া বাজার কমিটির সভাপতি এরশাদ উল্লাহ জানান, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশের বিষয়টি স্পষ্ট। এছাড়াও প্রতি হাটে ৬ শ’র অধিক গৃহ পালিত দেশীয় জাতের গরু বাজারে কেনাবেচা হয়। এছাড়াও অসংখ্য খামারি ব্যবসায়ীকভাবে গরু পালন করছে। এ অবস্থায় গর্জনিয়া গরুর বাজার বন্ধ করে দেওয়া হলে দেশি গরু ব্যবসায়ী ও খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। একইসঙ্গে সরকারের বড় ধরনের রাজস্ব বেহাত হবে।

সচেতন মহলের অভিযোগ, সীমান্ত দিয়ে আসা অবৈধ গরু-মহিষ আটকে আইনশৃঙ্খলা বাহিনীর কোন প্রকার  তৎপরতা নেই। অথচ সরকারিভাবে ইজারাকৃত বাজার থেকে ক্রয়কৃত বৈধ গরু আটক করা হচ্ছিল প্রতিনিয়ত। যার কারণে অসংখ্য  খামারি ও ব্যবসায়ী নিঃস্ব হয়ে আজ পথে বসেছে।

তারা আরো জানান, উপজেলা প্রশাসন পড়ে গেছে দোটানায়, প্রশাসন খাস কালেকশনের মাধ্যমে রশিদ সহকারে গরু বিক্রি করলেও মাঝপথে বিজিবি সেসব গরু আটকে দিচ্ছে, ক্রেতাসাধারণ বৈধ রশিদ দেখালেও বিজিবি তাদের কথা আমলে নেন না।  

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, সাময়িকভাবে গর্জনিয়া বাজারের পশুর হাটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

তামিমের ফিফটিতে আমিরাতকে ২০৬ রানের লক্ষ্য দিল টাইগাররা
পুশইন ভেবে ভারতীয় নাগরিককে ফেরতের চেষ্টা, সীমান্তে উত্তেজনা
আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে প্রশাসনের ঢেউটিন ও অর্থ বিতরণ
ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় আ. লীগ নেতা কারাগারে
শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে হেলে পড়া ৭ তলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস
পীরগঞ্জে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে বিভিন্ন গ্রাম
মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও নামসর্বস্ব এনজিও
কাপাসিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীকে জখমের অভিযোগ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close