তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের খোঁজে দ্বিতীয়বারের মত ট্যালেন্ট হান্ট আয়োজন করতে চলেছে শাহরাস্তি ক্রিকেট একাডেমি (এসসিএ)।
আগামী শুক্রবার (২৩ মে) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ‘ট্যালেন্ট হান্ট সিজন-২’।
এবারের ট্যালেন্ট হান্টের প্রথম পর্ব থেকে মোট ৪০ জন ক্রিকেটারকে খুঁজে নেবে এসসিএ। বাছাই করা ক্রিকেটারদের নিয়ে হবে দ্বিতীয় পর্ব। সেখান থেকে মোট ১৫ ক্রিকেটারকে প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করবে প্রতিষ্ঠানটি।
কোনো খরচ ছাড়াই ১২-২০ বছর বয়সী ৫০০ ক্রিকেটারকে সুযোগ দেয়া হবে ট্যালেন্ট হান্টে অংশ নেয়ার। চাঁদপুর জেলার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জেলার ক্রিকেটার হান্টে অংশ গ্রহণ করতে পারবেন।
ট্যালেন্ট হান্টে বিচারকের দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিভাগের বয়স ভিত্তিক দলের হেড কোচ মো. শামীম আখতার ফারুকী, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির সহকারী কোচ সাইফুল ইসলাম, চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির কোচ পলাশ কুমার সোম, জয়নাল আবেদীন এবং রাজনসহ ক্লাব পর্যায়ের কোচরা।
ট্যালেন্ট হান্ট সিজন-১ এ ৫৩০ জন ক্রিকেটার থেকে ২১ জন ক্রিকেটারকে বাছাই করে প্রশিক্ষণ দিয়েছে শাহরাস্তি ক্রিকেট একাডেমি। যাদের মধ্যে থেকে চাঁদপুর জেলা বয়সভিত্তিক বিভিন্ন দলে মোট ৮ জন, চট্টগ্রাম বিভাগীয় বয়সভিত্তিক দলে একজন এবং ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে সুলতানগঞ্জ স্পোর্টিং ক্লাবে দুজন খেলার সুযোগ পেয়েছে।
শাহরাস্তি ক্রিকেট একাডেমির পরিচালক প্রথম বিভাগ ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠু এই উদ্যোগ নিয়ে বলেছেন, ‘তৃণমুল পর্যায়ের ক্রিকেটে উন্নতির জন্য এই আয়োজন করা। ট্যালেন্ট হান্টের মাধ্যমে গতবছর কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পেরেছি। যারা জেলা ও বিভাগীয় বয়সভিত্তিক দলে এবং ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট লিগে খেলেছে। তারা প্রতিনিয়তই ভালো করছে। আশা করছি সামনে বিভিন্ন বয়সভিত্তিক দলে আরও বেশি ক্রিকেটার খেলার সুযোগ অর্জন করে নিবে।’
তিনি বলেন, আমার আশা, ট্যালেন্ট হান্ট সিজন-২ এর মাধ্যমে আরও কিছু ভালো মানের খেলোয়াড় বের করে আনতে পারবো। শাহরাস্তিতে থেকেও বিভাগীয় বা জেলা পর্যায়ে খেলোয়াড় তৈরি করতে পারব, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও খেলতে পারবে। আর বাছাইয়ে নির্বাচিত হওয়া ক্রিকেটারদের বিনা খরচে প্রশিক্ষণ দেবে শাহরাস্তি ক্রিকেট একাডেমি।
কেকে/এজে