আগামী ২৮শে মে ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) উপজেলা যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সহসভাপতি মো. হানিফ।
উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশীদ আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়সল বিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা যুবদলের আওতাধীন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি শামীম মোল্লা বলেন, বাংলাদেশের যুবসমাজ বর্তমানে দমন-পীড়ন, বেকারত্ব ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এই অবস্থার পরিবর্তনে তারুণ্যের শক্তিই পারে নেতৃত্ব দিতে। ঢাকার তারুণ্যের মহাসমাবেশে বাঞ্ছারামপুর তথা জেলা যুবদল সর্বোচ্চ শক্তি নিয়ে অংশগ্রহণ করবে।
সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বলেন, বাঞ্ছারামপুর যুবদল অতীতের মতো এবারও সকল গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখবে। আমরা ঢাকার সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুত আছি।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আবু কালাম, মাহবুব, সুমন, সফর আলী প্রমুখ।
কেকে/এজে