শনিবার, ১৭ মে ২০২৫,
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৭ মে ২০২৫
শিরোনাম: নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ      উড়ন্ত অবস্থায় চাকা খুলে পড়া বিমান শাহজালালে অবতরণ      ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটলের চক্রান্ত আ.লীগের      মালয়েশিয়া শ্রমবাজার, সরকারের আশ্বাসেও শঙ্কা      মোহাম্মদপুরে ফের সন্ত্রাসীদের তাণ্ডব       মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে সুখবর      দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়       
গ্রামবাংলা
কালাইয়ে সওজ'র জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
মো. মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট)
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে কালাই উপজেলার পাঁচশিরা বাজার থেকে পূর্বদিকে পুনট বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা। সব মিলিয়ে নির্মাণ করা হয়েছিল শতাধিক দোকানঘর। দিনের পর দিন দখলের মহোৎসব চললেও সওজ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা হয়নি। যেন সড়ক ও জনপদের (সওজ) জায়গা দখলে নেই কোনো বাধা। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাই পৌর এলাকার পাঁচশিরা বাজার থেকে পূর্বদিকে পুনট বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার এবং পশ্চিমে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার পর্যন্ত দুই কিলোমিটার মিলে মোট ছয় কিলোমিটারের মধ্যে দুটি জলাশয় ছিল। এক সময় মাছ চাষের পাশাপাশি দুটি জলাশয়ের পানি কৃষিকাজে ব্যবহার হতো। এখন সেখানে কচুরিপানা, ময়লা-আবর্জনা ও পৌরসভার বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে। এ সুযোগে পেছনের জমির মালিকরা কৌশলে জলাশয় দুটিতে মাটি ফেলে প্রথমে ভরাট করে। 

পরে সেই জায়গায় ভিত বসিয়ে কেউ বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করেছে। শুধু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরাই নন, এনজিও ব্র্যাক এবং হিমাগার মালিকরাও এ সুযোগ ছাড়েননি। কেউ কেউ রীতিমতো রাস্তা তৈরি করে বাড়ির সংযোগ পথও তৈরি করেছেন। এ কাজে জড়িত আছেন খাইরুল আলম, রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আবুল কালাম, আব্দুল হান্নান, মাহমুদুল হাসান, ফজলুর রহমান, মোহাম্মদ হাসান, আসিফ হোসেন, ছানোয়ার হোসেনসহ শতাধিক দখলদার। তারা প্রত্যেকে সওজের ৫-৬ শতাংশ করে জায়গা দখলে নিয়ে এখন নিজেদের সম্পত্তি বলে দাবি করছেন। মহাসড়কের উভয় পাশে তারা ৫০ থেকে ৬০টি পাকা বাড়িও নির্মাণ করেন। গত ১৫ দিনে আরো ১১টি দোকানঘর তোলা হয়েছে। 

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম বলেন, ‘সওজের জায়গার পেছনে থাকা জমির মালিকরা নিজেদের স্বার্থে সরকারি জলাশয় দুটি দখল করেছে। শুধু দখলই নয়, সওজের জায়গায় ভিত দিয়ে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তাদের দেখাদেখি এনজিও ও হিমাগার মালিকরাও দখল করে সীমানা প্রাচীর তুলেছে। সবার জন্য ব্যবহারের জায়গা তারা দখল করেছে। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। 

সওজের জায়গা দখল করে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা করেছেন আব্দুল হান্নান। তিনি বলেন, জলাশয় দুটি ৪০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে। বাড়িটি নির্মাণ করতে গিয়ে কিছু জায়গা মাটি দিয়ে ভরাট করতে হয়েছে যাতায়াতের জন্য। আমি সামান্য একটু জায়গায় রাস্তা করেছি। এতে কারও ক্ষতি হয়নি। অনেকে বাড়িও নির্মাণ করেছেন। তাদের কেউ কিছু বলে না।  

মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম বলেন, দখলদারদের উচ্ছেদের বিষয়ে আগামী সমন্বয় সভায় আলোচনা করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ‘সরকারের কোটি টাকার সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। উন্মুক্ত জলাশয় দুটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন, তাদের সঙ্গে সমন্বয় করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। এর পর জলাশয় দুটি মৎস্য চাষের আওতায় আনা হবে। সরকারি সম্পত্তি কারও ব্যক্তিগত মালিকানায় ছেড়ে দেওয়া হবে না।’

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, জলাশয় দুটি রক্ষায় আমাদের সোচ্চার হওয়া দরকার ছিল। স্বীকার করছি, এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে খুব অল্প সময়ের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি
ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি
মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা, একাংশের প্রত্যাখ্যান
ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইঞ্জিনিয়ারের ওপর হামলা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে জমি নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত ২
দেড়যুগ পর জন্মস্থান ডোমারে আসছেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
বিটিআরসি থেকে স্বৈরাচারের দোসরদের হটানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ
জামায়াত অফিসে বিএনপির আগুন, কোরআন পুড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close