বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট      মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      
দেশজুড়ে
জামায়াত অফিসে বিএনপির আগুন, কোরআন পুড়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪:৩৩ পিএম আপডেট: ১৬.০৫.২০২৫ ৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় একটি কলেজের অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াতের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে কোরআন শরিফ পুড়িয়ে ফেলার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

শুক্রবার (১৬ মে) সকালে আটঘরিয়া উপজেলার প্রাণকেন্দ্র দেবোত্তর বাজারে বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে এমন অভিযোগ তুলে নেতাকর্মীরা টেবুনিয়া-চাটমোহর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ চলাকালে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নানা স্লোগান দেয়। এ সময় তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা আর যাই করুক পবিত্র কোরআন শরিফ পোড়ানোর মতো জঘন্য কাজ করেনি। অথচ বিএনপির গুন্ডা-সন্ত্রাসীরা দলবদ্ধভাবে আমাদের কার্যালয়ে রাখা পবিত্র কোরআন শরিফে আগুন জ্বালিয়ে দিতে একটু দ্বিধাবোধ করেনি।

একই সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য নির্বাচন স্থগিত ও জামায়াত অফিসে হামলা, পবিত্র কোরআন শরিফ পুড়িয়ে ফেলায় দোষীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, ভাই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের সঙ্গে আমি আপনি পারব না।

তারা বৃহস্পতিবার মসজিদের ভিতরে বোমা ফাটানোর নাটক বানিয়ে বিএনপির অনুপস্থিতিতে নাশকতা চালিয়েছে। আর আজ কোরআন শরিফ পোড়ানোর নাটক তৈরি করে মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা তৈরি করল। এদের রাজনৈতিক দর্শনই হলো মিথ্যা ও ভন্ডামির ওপর।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু তালেব মন্ডল বলেন, বিএনপি নেতাকর্মীরা আমাদের আটঘরিয়া দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। লাইব্রেরির অনেক বই পুড়ে গেছে। আমি শুক্রবার পরিদর্শনে করেছি। এ সময় নেতাকর্মীরা আবেগআপ্লুত হয়ে পড়েন। তারা পোড়া কোরআন শরিফ নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেছে। এ বর্বরতা আর নাশকতামূলক কর্মকাণ্ডের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলেই ছিলাম। কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। জামায়াতে ইসলামী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ সময় তাদের হাতে বেশ কিছু পুড়ে যাওয়া পবিত্র কোরআন শরিফ ছিল।

প্রসঙ্গত, দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচনে বিএনপি সমর্থিত ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জামায়াতে ইসলামীর কাউকে মনোনয়নপত্র সংগহ করতে দেয়নি স্থানীয় বিএনপি।

এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা, হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া, সংষর্ঘ, মোটরসাইকেল পোড়ানো ও উভয়ের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে টান টান উত্তেজনা চলছিল।

কেকে/এএস


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিদ্যুতের তার যেন চড়ুই পাখির অভয়াশ্রম
রূপায়ণ সিটি ও বার্জার পেইন্টসের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতির সংস্কার’
নীলফামারীতে বালিকাদের ফুটবল খেলা অনুষ্ঠিত
সাগর-রুনির পরিবারকে বুঝিয়ে দেয়া হলো রাজউকের প্লট

সর্বাধিক পঠিত

মদনে স্ত্রীর নির্যাতন মামলায় সাবেক কমিশনার গ্রেফতার
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি সংস্কার ও খাদ্য নিরাপত্তার অভিযাত্রা

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close