শনিবার, ১৭ মে ২০২৫,
৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৭ মে ২০২৫
শিরোনাম: নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ      উড়ন্ত অবস্থায় চাকা খুলে পড়া বিমান শাহজালালে অবতরণ      ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটলের চক্রান্ত আ.লীগের      মালয়েশিয়া শ্রমবাজার, সরকারের আশ্বাসেও শঙ্কা      মোহাম্মদপুরে ফের সন্ত্রাসীদের তাণ্ডব       মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে সুখবর      দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয়       
অর্থনীতি
সোনার নতুন দাম কার্যকর আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:১২ পিএম আপডেট: ১৬.০৫.২০২৫ ৫:১৬ পিএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫২ টাকা ক‌মা‌নো হ‌য়ে‌ছে। 

শুক্রবার (১৬ মে) থেকেই নতুন এ দাম কার্যকর হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ গত ১৩ মে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল গত ১৪ মে থেকে।

এ নিয়ে চলতি বছর ৩৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ২২ বার, আর কমেছে মাত্র ১২ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

কেকে/এএম



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু, অন্তঃসত্ত্বা স্ত্রীর আহাজারি
ফসলি জমিতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা, হামলায় আহত দম্পতি
মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা, একাংশের প্রত্যাখ্যান
ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় ইঞ্জিনিয়ারের ওপর হামলা

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে জমি নিয়ে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আহত ২
দেড়যুগ পর জন্মস্থান ডোমারে আসছেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন
চাটমোহরে গাছ থেকে পড়ে কাঠুরিয়ার মৃত্যু
বিটিআরসি থেকে স্বৈরাচারের দোসরদের হটানোর দাবিতে প্রতিবাদ সমাবেশ
পাটগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close