নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩:৫১ পিএম

ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দিনব্যাপী ওয়ালটন প্লাজা নালিতাবাড়ী শাখার আয়োজনে উপজেলার কাকরকান্দি বাজারে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন, ওয়ালটনের নেত্রকোনা এরিয়া ম্যানেজার খোরশেদ আলম, ওয়ালটন প্লাজা নালিতাবাড়ী শাখার ম্যানেজার আরিফুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর ও স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকসহ স্থানীয় জনগণ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এক শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষধ বিতরণ করা হয়।
কেকে/এএস