রবিবার, ৩ আগস্ট ২০২৫,
১৯ শ্রাবণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

রবিবার, ৩ আগস্ট ২০২৫
শিরোনাম: এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ      নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি      এক দফা ঘোষণা      চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি      রোববার শাহবাগ এলাকা এড়িয়ে চলার অনুরোধ      ৫ আগস্ট বিকালে ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র      জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন      
দেশজুড়ে
৩ যমজ সন্তান নিয়ে বিপাকে রিকশাচালক বাবা, চাইলেন বিত্তবানদের সহায়তা
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১০:৩৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিয়ের প্রায় ৪ বছর পর রিকশাচালক জিয়ারুল ও গৃহিণী শামীমা দম্পতির কোল জুরে আসে ৩ যমজ সন্তান। ১ মেয়ে ২ ছেলে একসাথে একই দিনে জন্ম নেওয়ায় একদিকে মা বাবা ও পাড়াপ্রতিবেশি আর স্বজনরা খুশি হলেও চরম দুশ্চিন্তায় দিন পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গনশারটেকের ভাড়াটিয়া রিক্সা চালক জিয়ারুল ইসলাম(৩৩)। এতোদিন দিনভর রিক্সা চালিয়ে কিংবা রাজমিস্ত্রীর কাজ করে দিনশেষে যা আয় হয় তা দিয়ে কোনমতে চলতো দুজনের সংসার।

কিন্তু একসঙ্গে ৩ সন্তান হওয়ায় হঠাৎ আর্থিক টানাপোড়েনে চরম বিপাকে পড়েন জিয়ারুল। এতে তার কোলের শিশুদের দুধ কিনে খাওয়ানো, সিজারে বাচ্চা নেওয়ায় তার স্ত্রী শামীমার  হাসপাতালের নানাবিধ খরচ জোগানো এমনকি জমজ শিশুদের বড় করতে, লেখাপড়াসহ নানা বিষয় নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন পরিবারটি।

রিক্সা চালক জিয়ারুল নীলফামারী জেলা সদরের বাসিন্দা হলেও গত ১৩ বছর ধরে পূর্বাচলের আশপাশে আয় রোজগারের জন্যে কখনো রিক্সা চালক কখনো রাজমিস্ত্রীর কাজ করতেন। গত ৪ বছর পূর্বে উত্তর ব্রাহ্মণখালীর এনামুলের মেয়ে শামীমাকে বিয়ে করেন তিনি। নিজের জমি ও ঘর না থাকায় গনশারটেকের ওহাব মিয়ার বাসায় ভাড়ায় থাকেন তিনি। তবে জমজ ৩ শিশু জন্ম নেওয়ার পর ওহাব মানবিকতা দেখিয়ে ভাড়ায় ছাড় দিয়েছেন আর সৌদি প্রবাসী জসিম উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারাও পাশে দাড়িয়েছেন পরিবারটির। তবে এটি স্থায়ী সমাধান নয় ভেবে সরকারি সহায়তা কামনা করেছেন দরিদ্র জিয়ারুল ও শামীমা দম্পতি।  

এসব বিষয়ে কথা হয় জমজ ৩ সন্তানের মা গৃহিণী শামীমার সাথে। তিনি বলেন, এতোদিন কোনমতে রিক্সা চালনার আয় দিয়ে চলতে পারতাম। কিন্তু এখন আর পারছি না। তাই বিত্তবানসহ সরকারি সহায়তা পেলে সুস্থভাবে সন্তানদের বড় করতে পারতাম। এ সময় তার বিকাশ একাউন্ট যুক্ত মুঠোফোন  নাম্বার ( ০১৭২৬-৮৫০৮৮৭) তে সহায়তা পাঠানোর আবেদন করেন অসহায় গৃহিণী শামীমা আক্তার।

জমজ ৩ সন্তানের বাবা জিয়ারুল ইসলাম বলেন, রিকশা চালাই, আবার রাজমিস্ত্রীর কাজ করি। নিজের শ্রম দিয়ে যা আয় করি এ মুহুর্তে কষ্ট হয়ে যাচ্ছে। আমার দিকে মানবিক বিত্তবানরা নজর দিলে আমার জীবনটা সুন্দর হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল ওহাব মিয়া বলেন, জিয়ারুলের আয়ের তুলনায় এখন খরচ বেড়ে গেছে। তাই তার দিকে সবার নজর দেয়া প্রয়োজন। বাচ্ছাগুলো জন্ম হওয়ার পর কুর্মিটোলায় মা ও সন্তানদের পেছনে প্রায় লাখ টাকা খরচ হয়। যার কিছু অংশ সৌদি প্রবাসি জসিম উদ্দিন ও প্রতিবেশীরা দিয়েছেন। তবে এ পরিবারটিকে সরকারি সহায়তা দিলে সন্তানদের সুস্থরূপে বড় করে তুলতে পারবেন।

এসব বিষয়ে কথা হলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানলাম। অত্যন্ত হৃদয় বিদারক। তবে দরিদ্র এ পরিবার ও ৩ জমজ শিশুদের সরকারি সহায়তা প্রদান করবো। স্থায়ী সহায়তার ব্যবস্থা করবো। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

এনসিপি-ছাত্রদলের সমাবেশ আজ
নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি
এক দফা ঘোষণা
ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে মা—ছেলের মৃত্যু
‘জনগণই খুনি হাসিনাকে গণভবন থেকে নামিয়ে এনেছে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরের প্রভাবশালী আ.লীগ নেতা পঁচা দেলু গ্রেফতার
উখিয়ায় জামায়াতের পথসভায় জনস্রোত
মৌলভীবাজারে পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু
‘শিল্পীর দূরদৃষ্টিতে ফেলনা বলতে কিছু নেই’
চাটমোহরে ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close