গাজীপুরে ১৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে মালিকপক্ষের লোকজনের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১১ মে) সকাল ৮টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্টাইল ক্রাফট লিমিটেড এবং ইয়াং ওয়ানস বিডি কারখানার শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদুজ্জামান বলেন, দীর্ঘদিন বকেয়া বেতন না পেয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
বিক্ষোভকারীরা জানান, গত রমজানের ঈদে কিছু শ্রমিককে ২০ হাজার টাকা করে পরিশোধ করা হলেও মে মাসের ৭ তারিখের মধ্যে বাকি বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তা না মেটানোয় শ্রমিকরা বিক্ষোভে নামেন। এসময় হামলায় পাঁচ নারী শ্রমিক আহত হন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন গাজীপুর জেলা শাখার কোষাধ্যক্ষ মাহফুজ মিয়া বলেন, স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ানস বিডিতে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেছেন। তাদের ১৪ মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এ বিষয়ে কারখানা মালিকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি।
কেকে/এএম