ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ইয়াসিন আরাফাত (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) দুপুর ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটে। নিহত আরাফাত ওই এলাকার আবদুল মতিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মতিনের ৩ মেয়ে ও এক ছেলের মধ্যে আরাফাত ছিল ৩ নম্বর। সে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তীব্র গরমে গত শুক্রবার রাতে বাসার পাশেই নারিকেল গাছ থেকে ডাব পাড়তে উঠে আরাফাত। এ সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এএম