হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামের কবরস্থান থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত মাহমুদ উল্লার ছেলে আঞ্জব আলী (৬০)।
শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে স্থানীয়রা কবরস্থানের একটি ছাটনি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিব উল্লাহ জানান, আঞ্জব আলী দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহতের শরীরে পরিহিত শার্ট ও গলায় থাকা মাফলার ব্যবহার করে তিনি গাছের ডালে ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেকে/এএম