গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রশাসনের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গত এক বছরে প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সাফল্যের চিত্র তুলে ধরা হয়।
হোসেন উদ্দিন শেখর বলেন, “বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অপরিহার্য। কারণ, পাবলিক বিশ্ববিদ্যালয় জনগণের অর্থে পরিচালিত হয়। তবে, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের আগে এখানে কোনো কার্যকর জবাবদিহিতা ছিল না। অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়টি নানা সমস্যা ও বিশৃঙ্খলার মধ্যে ছিল। আমরা সেখান থেকে বের হয়ে একটি সুশাসিত ও আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চেষ্টা করছি। আগামী দিনে কোনো ধরনের দুর্নীতির স্থান হবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
“গত এক বছরে আমরা দেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।’
ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, “গোবিপ্রবিতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। তাদের জন্য মানসম্মত শিক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত বাজেট প্রয়োজন। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।”
হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর গোবিপ্রবির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়া দুপুর ১টায় হোসেন উদ্দিন শেখর বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
কেকে/এমএ