ময়মনসিংহের ভালুকায় আগুন লেগে দুইটি দোকান ও স্কুলের অফিস কক্ষে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। তবে তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
জানা যায়, শনিবার (১০ মে) ভোর ৫টার দিকে উপজেলার জামিরদিয়া মোড় এলাকায় হোসেন আলী সরকার একাডেমি এবং ওই স্কুলের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, ফজরের নামাজের পরে ওই দোকান ও স্কুলের অফিস কক্ষে আগুন দেখে ভালুকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মুদি দোকান মালিক আনোয়ার হোসেন, আগুনে সব হারিয়ে এখন নিঃস্ব তিনি, আগুনে পুড়ে তার দোকানে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
হোসেন আলী সরকার একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলাউল কবির জানান, অন্যের মাধ্যমে খবর পেয়ে দ্রুত স্কুলে এসে দেখি আগুন জ্বলছে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে, স্কুলের অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্টসসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বলা যাচ্ছে না।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, আগুনে পুড়ে স্কুলের অফিস কক্ষ ও দুইটি দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
কেকে/এআর