রংপুরের কাউনিয়ায় এক দরিদ্র কৃষকের পরিশ্রমে গড়া পেঁপে বাগান ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ মে) রাতে শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকায় আনোয়ার হোসেন নামের ওই কৃষকের প্রায় ২০০টির বেশি পেঁপে গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন তিনি।
আনোয়ার হোসেন জানান, ৪ বছর আগে শহীদবাগ জামে মসজিদের ১ একর জমি বছরে ৪৫ হাজার টাকায় লিজ নিয়ে বিভিন্ন চাষাবাদ শুরু করেন। ২৪ শতক জমিতে ২৫০টি পেঁপের চারা লাগিয়ে পরিশ্রম ও যত্নে একটি ফলন্ত বাগানে রূপ দেন। অল্প কয়দিন পরেই ফল বিক্রি করে তিনি এনজিও কিস্তি পরিশোধ এবং সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর আশায় ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা তার সেই স্বপ্ন এক রাতে মাটিতে মিশিয়ে দিয়েছে।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, মাটিতে পড়ে আছে কাটা গাছের সারি। স্থানীয়রা বলছেন, আনোয়ারের কারো সঙ্গে শত্রুতার কোনো তথ্য তাদের জানা নেই, তবে ঘটনাটি একেবারেই উদ্দেশ্যমূলক ও নিন্দনীয়।
শহীদবাগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মানুষের সঙ্গে শত্রুতা থাকতেই পারে, কিন্তু গাছের সঙ্গে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না। অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে প্রণোদনা দেওয়া যায়, সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ্ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম