বিএনপির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক আগের। তারা ৭১ সালে পালিয়েছে, ৭৫ এ পালিয়েছে এবং সর্বশেষ পালিয়েছে ২০২৪ সালে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। আওয়ামী লীগের কোনো ভালো ইতিহাস নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ৫ মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন আমাদের দলে তাদের কোন জায়গা নেই। আওয়ামী লীগ মানে কুকুরের লেজ।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বিএনপির এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী টুকু বলেন, আমরা যাদের বিরুদ্ধে ১৬ বছর যাবত লড়াই করেছিলাম আবু সাঈদ- মুগ্ধর মত তরতাজা প্রাণের মধ্যে দিয়ে হাসিনার পতন হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ৭১ সালে যুদ্ধ করেনি। যুদ্ধ করেছে এদেশের জনগন। আমাদের মত ভদ্রঘরের ছেলেরা যুদ্ধে অংশগ্রহণ করেনি। যুদ্ধ করেছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ।
ইলিয়াছ আলীর কথা স্মরণ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, আমার চোখের সামনে বার বার ভেসে উঠছিল আমার ভাই ইলিয়াছের চেহারা। ইলিয়াছের স্ত্রী-সন্তানদের কথা।
বাংলাদেশের বর্তমান অবস্থাকে আওয়ামীলীগ আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলির সভাপতিত্বে এবং আলহাজ্ব আব্দুল মজিদ ও আবু তাহের এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, এডভোকেট নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
কেকে/ এমএস