চুয়াডাঙ্গা পৌর শহরের নিচের বাজারে নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৪ বস্তা ভেজাল শিশু খাদ্য জব্দ এবং ৭ দিনের জন্য বন্ধ করা হয় ওই প্রতিষ্ঠান।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার নিচের বাজারে অভিযান পরিচালন করা হয়। এ সময় মেসার্স তাজমুল স্টার নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শিশু খাদ্য পাওয়া যায়।
পরে নকল ও ভেজাল শিশু খাদ্য বিক্রয় করা অপরাধে মেসার্স তাজমুল স্টারের মালিক তাজমুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৪ বস্তা ভেজাল শিশু খাদ্য এবং ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় ওই প্রতিষ্ঠান। তিনি আরো জানান, পরে জব্দকৃত ভেজাল শিশু খাদ্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, সদর স্যানেটারি ইনসপেক্টর, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহমানসহ জেলা পুলিশের একদল সদস্য।
কেকে/এএস