হাতিয়ায় দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো. হেলাল উদ্দিনকে হত্যা চেষ্টায় হামলার ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার সদরের প্রধান সড়কের জিরো পয়েন্টে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি, নিউমার্কেট ও হাতিয়া শহর টেইলার্স সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার সকালে হেলাল উদ্দিনের বাড়িতে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— হাতিয়া শহর টেইলার্স সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন, সহসভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. রিদন, উপদেষ্টা মোহাম্মদ আলী, হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিন, সুমন বস্ত্র বিতানের মালিক মো. সুমন, ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ মো. নিজাম, মো. জামাল উদ্দিন সহ সমিতির সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে আহত হেলালের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, সন্ত্রাসী নোমান ও তার দোসরা অনেকদিন ধরে বেআইনি ও জোর পূর্বক আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা করছে। তারা নানাভাবে হয়রানি করে তাদের উদ্দেশ্য সফল করতে না পেরে হামলা ও চরম ক্ষয় ক্ষতির চেষ্টা করে আসছে। ঘটনার দিন সন্ত্রাসী নোমান হেলালকে হত্যার উদ্দেশ্যে মারমুখী হয়ে বাড়িতে গিয়ে আক্রমণ করে। এতে হেলালের মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় বাধা দিতে গেলে হেলালের পরিবার পরিজনসহ অনেকেই আহত হয়। পরে আহতদেরকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হেলালের স্ত্রী বাদী হয়ে হাতিয়া হাতিয়া কোর্টে নোমানকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আজমল হুদা বলেন, রাছমিন বেগমের মামলাটি কোটের মাধ্যমে আমরা পেয়েছি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
কেকে/এএম