স্ট্রোকজণিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে দ্য ডেইলি স্টার গাজীপুর জেলা প্রতিনিধি মন্জুরুল হকের মামা মজিবুর রহমান ইন্তেকাল করেছেন।
বুধবার (৭ মে) দুপুর ২টায় তিনি কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। একই দিন রাত ৯টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি দুই স্ত্রী এক ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মন্জুরুল হক ও মরহুমের ছেলে শিক্ষক শরীফ হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজণিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে সমাজে তার ভূমিকা অবিস্মরণীয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
জানাজা নামাজে মরহুমের জন্য দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, সোনালী ব্যাংক এজিএম মোশারফ হোসেন, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম খান, ইউপি সদস্য কামাল হোসেন, প্রবীণ শিক্ষক জালাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম প্রমুখ।
কেকে/এএস